স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : রেল নিয়ে পূর্বতন রাজ্য সরকার এবং বর্তমান সরকারের মুখে ঝামা ঘষে দিলেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস। পাশাপাশি রাজ্যের পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। বামফ্রন্ট সরকারের সংস্কৃতি যাতে বর্তমান সরকার অনুকরণ না করে, কারণ তৎকালীন বামফ্রন্ট সরকারের জন্য ত্রিপুরা ২০ বছর পিছিয়ে গেছে।
মঙ্গলবার দুপুরে আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস। তিনি বলেন, রাজ্যে রেল নিয়ে কোন মুখ্যমন্ত্রী যদি বলেন উনার ভূমিকা ছিল তাহলে সেটা সম্পূর্ণ ভুল। রাজ্যে রেলের ভূমিকা কেন্দ্রীয় সরকারের। সাব্রুম পর্যন্ত রেলের যে সম্প্রসারণ হয়েছে সেটা কেন্দ্রীয় সরকারের ভূমিকায় হয়েছে। কারণ এটি কেন্দ্রীয় প্রকল্প। ১৯৮০ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তিনি নিজে চিঠি দিয়ে বলেছিলেন রাজ্যে রেল সম্প্রসারণের জন্য। সুতরাং রেল যাতে মানুষকে বিভ্রান্ত না করা হয় তার জন্য আহ্বান জানান অজয় বিশ্বাস। উন্নয়নের স্বার্থে কাজ করতে বলেন বর্তমান রাজ্য সরকারকে। তিনি বলেন পূর্বে যে সংস্কৃতি রাজ্যের সৃষ্টি করে দিয়ে গেছে তার পরিবর্তন করতে হবে বর্তমান সরকার। কারণ রাজ্যের সংস্কৃতি নষ্ট করে দিয়েছে বিগত বামফ্রন্ট সরকার।