স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন আগামী ৭ জুলাই থেকে শুরু হবে। ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় বাজেট অধিবেশন এবার বসবে মোট ৪ দিন। শনিবার অনুষ্ঠিত হয় বিএসি কমিটির বৈঠক।
বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় অধিবেশন বসবে চার দিন। বিএসি কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান প্রথমে ঠিক করা হয়েছিল তিন দিন অধিবেশন বসবে।
বিরধিদের দাবি ছিল ৫ দিন অধিবেশন করা হোক। বিএসি কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় অধিবেশন বসবে মোট ৪ দিন। ৭ জুলাই থেকে শুরু হবে অধিবেশন। ৮ ও ৯ জুলাই ছুটি। ১০ জুলাই পুনঃরায় বসবে অধিবেশন। ১১ জুলাই ছুটি। ১২ ও ১৩ জুলাই পুনঃরায় অধিবেশন বসবে।
অধিবেশনে দুইটি বিল পেস করা হবে। বিল গুলি হল ত্রিপুরা গুডস এন্ড সার্ভিস ট্যাক্স বিল এবং ত্রিপুরা এপ্রোপিয়েশান বিল। অধিবেশনে বাজেট পেস করা হবে। বাজেটের উপর আলোচনা হবে। ৭ জুলাই বাজেট পেস করা হবে। এইদিন বিএসি কমিটির বৈঠকে বিধানসভার অধ্যক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন বিএসি কমিটির সদস্য উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। বিধানসভার অধিবেশনের শেষ দিন প্রস্তাবিত বাজেটের উপর ভোটাভুটি হবে।