স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র-ছাত্রীদের উপর এন.এম.সি গাইডলাইন চাপিয়ে দেওয়ায় শনিবার বিক্ষোভের সামিল হয় এম.বি.বি.এস পাঠরত পড়ুয়ারা। তাদের অভিযোগ ২০১৯ সালে ১ আগস্ট তারা এনটেনস পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়। সেই বছর ৮ আগস্ট এন.এম.সি -স্থাপিত হয়। সিদ্ধান্ত হয়েছিল যারা তখন ডাক্তারি পড়ুয়া রয়েছে তাদের জন্য এন.এম.সি অ্যাক্ট কার্যকর হবে না।
কিন্তু গত কয়েকদিন আগে লক্ষ্য করা গেছে ২০১৯ সালে ১ আগস্ট থেকে যারা আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজে পাঠরত রয়েছে তাদের এ বছর চূড়ান্ত বর্ষে এসে পরীক্ষা দেওয়ার প্রাক মুহুর্তে এন.এম.সি অ্যাক্ট চালু করে আগামী ২৮ আগস্ট শিলচর গিয়ে পরীক্ষা দেওয়ার নির্দেশিকা জারি করেছে। এবং তাদের সেখানে মক টেস্টে উত্তীর্ণ হতে হবে। এই চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের কাছ থেকে মক টেস্ট নেওয়ার পাশাপাশি আগামী নভেম্বর মাসের মধ্যেই তাদের পরীক্ষা নেওয়া হবে। এম.সি.কিউ দিয়ে অনলাইন পরীক্ষা নেওয়া হবে। এত কম সময়ের মধ্যে পড়ুয়ারা পরীক্ষা দিতে প্রস্তুত নয়।
কারণ যে নয়া গাইডলাইন চালু করতে চাইছে তার মধ্যে দেখা গেছে যে ১৯ টি বিষয়ে তাদের পরীক্ষা দিতে হবে। এবং সবগুলি বিষয়ে ৫০ শতাংশের অধিক নম্বর পেতে হবে। নাহলে তাদের উত্তীর্ণ করা হবে না। কিন্তু এ ধরনের নিয়মাবলী বিশেষ করে যারা ইন্টারশীপ করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সুতরাং তারা এদিন বিক্ষোভ করে এম.বি.বি.এস ডিগ্রির জন্য এ ধরনের এন্ট্রান্স পরীক্ষা দিতে রাজি নয় বলে পরিষ্কার জানিয়ে দেয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে। প্রয়োজনে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে বলে জানান এদিন। দীর্ঘক্ষন চলে পড়ুয়াদের বিক্ষোভ। তাদের দাবি অবিলম্বে এন.এম.সি -র নিয়মাবলী তাদের উপর থেকে প্রত্যাহার করার জন্য। তারা এই নিয়মাবলী সহমত পোষণ করছে না।