Friday, February 7, 2025
বাড়িরাজ্যচতুর্দশ দেবতার সঙ্গীহীন বরুণ দেবতা, ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা

চতুর্দশ দেবতার সঙ্গীহীন বরুণ দেবতা, ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন :  খার্চি মেলার চতুর্থ দিনও মাথায় হাত ব্যবসায়ীদের। আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিতে খারচি পূজার আয়োজন করা হয়। যথারীতি বসে মেলা। গত ২৬ জুন থেকে শুরু হয়েছে খার্চি উৎসব। প্রথম দুদিন ঝিরি ঝিরি বৃষ্টি থাকলেও, তৃতীয় এবং চতুর্থ দিন মুষলধারে বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।

 চতুর্থ দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে মুষলধারে বৃষ্টিতে মানুষের মেলার আনন্দ বৃষ্টির জেরে ম্নান হয়েছে। এদিন সকাল থেকে রোদের ঝলমল দেখে পুণ্যার্থীরা মেলা প্রাঙ্গণে এসেছিল, কিন্তু বৃষ্টি নামতেই তারা ধীরে ধীরে বাড়ি চলে যেতে শুরু করেছে। প্রায় জনশূন্য হয়ে পড়ে দুপুরে নাগাদ মেলা। ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল মেলার সাত দিনের মধ্যে প্রথম থেকেই ব্যাপক ভিড় হবে। সে অনুযায়ী প্রচুর সামগ্রী নিয়ে মেলায় দূর-দূরান্ত থেকে এসেছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

 একেবারে প্রচুর খাবার তৈরি করে রেস্টুরেন্ট নিয়ে বসেছিল ব্যবসায়ীরা। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। ফলে তৃতীয় দিনের মতো চতুর্থ দিনও হতাশ হয়েছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিমত এমনিতেই চলছে মাসের শেষ। মানুষের পকেটে পয়সা কম রয়েছে। তার উপর দিয়ে বরুণ দেবতার বৃষ্টি তাদের ব্যবসা-বাণিজ্যের উপর প্রভাব ফেলেছে। এবং বৃষ্টির জলে মেলা প্রাঙ্গনে কাদায় থিকথিকে হয়ে রয়েছে। আশা অনুরূপ হচ্ছে না মেলায় ব্যবসা-বাণিজ্য। অর্থাৎ এক প্রকার ভাবে আপ্রাণ চেষ্টা করলেও বৃষ্টি কাটিয়ে উঠতে পারছে না ব্যবসায়ীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য