স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : মহিলাকে রক্তাক্ত করার অপরাধে তিন বৎসর পর অপরাধীকে তিন বৎসরের জেল হাজতের নির্দেশ দিল বিলোনীয়া জেলা ও দায়রা আদালত। ঘটনা ঋষ্যমুখ ব্লকের শিবপুর এলাকায়। জানা যায়, ২০২০ সালের ১৪ মে সকালে এলাকার দিনমজুর মহিলা ধন্য রানি ত্রিপুরা রাবার বাগানে কাজ করতে গিয়েছিল। কিছুক্ষণ পর উত্তম ত্রিপুরা রাবার বাগান দিয়ে যাওয়ার সময় ধন্যরানি ত্রিপুরাকে একটা বনের মোরগ দেখেছে কিনা জিজ্ঞেস করেন। ধন্যরানি দেখেনি বলে জানান। তারপরই উত্তম ত্রিপুরা সেখান থেকে কিছু দূর গিয়ে আবার ফিরে এসে ধন্যরানি ত্রিপুরাকে মারতে থাকে। এতে ধন্যরানি ত্রিপুরা
রক্তাক্ত হয়। পরে পরিবারের লোকজনেরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। হাসপাতাল থেকে ফিরে ধন্যরানির ভাসুর উত্তম ত্রিপুরার বিরুদ্ধে বিলোনিয়া মহিলা থানায় মামলা করেন। দীর্ঘ শুনানির পর বুধবার অভিযুক্ত উত্তম ত্রিপুরা কে আদালতে তোলা হলে বার জনের সাক্ষ্য বাক্য গ্রহন করে বিচারক আশুতোষ পান্ডে উত্তম ত্রিপুরাকে দোষী সাব্যস্ত করে তিন বৎসরের জেল হাজত এবং আট হাজার টাকা অনাদায়ে আরো ২ মাস জেলে থাকার নির্দেশ দেন। সরকার পক্ষের মামলা পরিচালনা করেন পিপি আক্তার হোসেন মজুমদার।