Monday, February 17, 2025
বাড়িরাজ্যঐতিহ্যবাহী খার্চি পুজা ও খার্চি মেলা ২৬ জুন থেকে

ঐতিহ্যবাহী খার্চি পুজা ও খার্চি মেলা ২৬ জুন থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : আগামী ২৬ জুন থেকে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পুজা ও খার্চি মেলা শুরু হবে। খার্চি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত থাকবেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

 শনিবার পুরাতন আগরতলা ব্লকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান বিধায়ক রতন চক্রবর্তী। তিনি আরও জানান মেলার মঞ্চে মোট তিনটি অনুষ্ঠান হবে। ৩০ জুন প্রথম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। ২ জুলাই সন্ধ্যায় দ্বিতীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। মেলায় নিরাপত্তার দায়িত্বে এক হাজার টিএসআর জওয়ানের পাশাপাশি স্বেচ্ছা সেবক থাকবে। বিভিন্ন স্থানে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য