স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : সারা ত্রিপুরাতে আন্দোলন হবে, আন্দোলনের আগুনে হঠাৎ করে মুখ্যমন্ত্রী রাতের বেলা জাগবেন, এত আগুন কোথা থেকে এসেছে! তারপর দেখবেন ত্রিপুরা রাজ্যে আর বিজেপি সরকার থাকবে না, নতুন আরেকটা সরকার পাঁচ বছরের আগেই গঠন হবে। শনিবার রাজভবন অভিযানে সরকারের সমালোচনা করে এই কথা বললেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।
পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন তিপ্রা ওমেন ফেডারেশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ থেকে রাজভবন অভিযান শুরু হয়। রাজভবন অভিযানে কয়েক হাজার মহিলা কর্মী রাজ্যপালের সাথে দেখা করার জন্য রওনা হয়। রাজধানীর সার্কিট হাউস এলাকায় যাওয়ার পর পুলিশ বেরিকেড দিয়ে মিছিল আটকে দেয়। সেখানে বিক্ষোভ শুরু হয়। উপস্থিত বিরোধী দলনেতা বক্তব্য রেখে সরকারের বিরুদ্ধে কামান দেগে বলেন, মুখ্যমন্ত্রী জেনে রাখুন আপনাদের মন্ত্রিসভা চিরদিনের জন্য নয়। অনিমেষ দেববর্মার মগজ গরম। যদি আগামী দিনে ককবরক ভাষা রোমান হরফে লেখার সুযোগ না পাওয়া যায় তাহলে মহাকরণের উদ্দেশ্যে রওনা হবো। তাই অনিমেষ দেববর্মার মাথা ঠান্ডা করতে হলে ককবরক ভাষা রোমান হরফে লেখার সুযোগ করে দেন এবং গ্রেটার তিপরাল্যান্ড এনে দেন। এবং আজকে আগরতলা শহরের রাজপথে দাঁড়িয়ে বলা হচ্ছে তিপ্রা মথা যদি ক্রদ্ধ হয় এই সরকার পাঁচ বছরও চলবে না।
এভাবে এদিন বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত সরকারকে বাঁধলেন অনিমেষ দেববর্মা। এদিকে রাজ্যপালের সাথে দেখা করতে যান মথার মহিলা সংগঠনের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন টি ডব্লিউ এফ -এর নেত্রী স্বপ্না দেববর্মা, মনিহর দেববর্মা, শর্মিলা দেববর্মা সহ অন্যান্যরা। স্বপ্না দেববর্মা জানান, রাজ্যপালের সাথে সাক্ষাৎ হয়েছে। তিনি আশ্বাস্ত করেছেন আগামী ৩ – ৪ দিনের মধ্যে মু্খ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে। এদিন রাজভবন অভিযান ঘিরে শহরে ছিল আটুসাটো নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের রণংদেহি মনোভাবের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়নি। এদিনের এছাড়াও উপস্থিত ছিলেন বৃষকেতু দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।