স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়ে যাওয়ায় উদয়পুর ইলেকট্রিক্যাল সাব ডিভিশন অফিসে ভাঙচুর চালাল দুর্বৃত্তরা। ঘটনা শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টার নাগাদ একদল দুর্বৃত্ত প্রবেশ করে ভাঙচুর চালায়। অভিযোগ বনদোয়ার এলাকার কয়েকটি বাড়িতে বিদ্যুৎ নষ্ট হয়ে যায় এদিন। যথারীতি বিদ্যুৎ নিগম অফিসে জানানোর পর তারা
বিদ্যুৎ মেরামত করতে গিয়ে রাত হয়ে পড়ায় কাজ সম্পন্ন করতে পারেনি। তখন সেসব বাড়ির মানুষদের অবগত করার পর তারা বিষয়টি মানতে নারাজ। সেসব বাড়ির মানুষদের দাবি ছিল এলাকার অন্যান্য বাড়ি গুলি বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে হবে। কেবলমাত্র কয়েকটি বাড়িতে কেন অন্ধকার থাকবে? এই নিয়ে এলাকাবাসীর সাথে বিতর্কে জড়ানোর ফলে কর্মীরা যথারীতি অফিসে চলে আসে বনদোয়ার এলাকার রঞ্জিত সাহা, রাজেশ দাস, রাজু দত্ত, কৃষ্ণ সাহা, উত্তম সাহা সহ একদল যুবক বলে অভিযোগ। পরে তারা ব্যাপক ভাংচুর চালায় অফিসে। এবং টেলিফোনের সংযোগ ছিন্ন করে দেয় বলে জানান বিদ্যুৎ কর্মীরা। ঘটনার পর বিদ্যুৎ নিগম অফিসের ছুটে আসে পুলিশ।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় বিদ্যুৎ কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অথচ গত কিছুদিন আগে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি কর্মীদের পাশেই রয়েছেন। কর্মী যেন কোন ধরনের হেনস্তা স্বীকার হতে না হয় সেদিকে নজর রাখবেন তিনি। কিন্তু এই অভয়বানীর ২৪ ঘন্টা পরেই হামলার মুখে পড়তে হয় বিদ্যুৎ কর্মীদের। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রেখে সুষ্ঠু পরিষেবার প্রদানেও দাবি উঠেছে বিভিন্ন মহলের পক্ষ থেকে।