স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : পরিবেশ দূষণ ভয়াবহ রূপ ধারণ করছে। দূষণ নিয়ন্ত্রণে আনতে সচেতন হতে হবে সাধারণ নাগরিককে। সেদিকে গুরুত্ব দিয়ে ন্যাশনাল ইউথ প্রজেক্ট ত্রিপুরা স্টেট কাউন্সিলের পক্ষ থেকে এক সচেতন মূলক কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এক সচেতন মূলক কর্মসূচিতে আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ন্যাশনাল ইউথ প্রজেক্ট ত্রিপুরা স্টেট কাউন্সিলের রাজ্য সম্পাদক দীপক কুমার সিনহা জানান, প্রতিদিন নানাভাবে পরিবেশ দূষণ হচ্ছে, এটা অত্যন্ত উদ্বেগ জনক বিষয়। এবং আরো লক্ষ করা যায় মানুষ বিনা কারণে পেট্রোল, ডিজেল অপচয় করছে। শহরের মোড় গুলিতে ট্রাফিক সিগন্যাল রয়েছে। ট্রাফিক সিগনালে গাড়ি দাঁড়ানোর পর সেখানে গাড়ি যাতে চালু করে না রাখা হয়। তাহলে পেট্রোল ও ডিজেল অপচয় বন্ধ হবে। তিনি আরো বলেন, রেল ক্রসিং গুলির মধ্যে যাতে সকলে সচেতন থাকে। কোনভাবেই যাতে সিগনাল অমান্য করা না হয়, সে বিষয়ে এদিন সচেতন করা হয় পথচারীদের।