স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জুন : বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে আত্মহত্যার চেষ্টা ফাঁসির সাজা প্রাপ্ত এক আসামীর। গুরুতর ভাবে আহত কয়েদির নাম কালী কুমার ত্রিপুরা। তার বাড়ি আমবাসা মহকুমায়। ঘটনার বিবরণে জানা যায় এইদিন বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে ফিনাইল পান করে আত্মহত্যার চেষ্টা করে ফাঁসির সাজা প্রাপ্ত আসামী কালী কুমার ত্রিপুরা।
বিশালগড় সংশোধনাগারে গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জিবি হাসপাতালে কর্তব্যরত এক পুলিশ কর্মী জানান ঘটনার বিষয়ে তিনি তেমন কিছু জানেন না। ওনাকে জানানো হয়েছে একজন অসুস্থ কয়েদিকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তিনি যেন জিবি হাসপাতালে উপস্থিত থাকেন। সেই মোতাবেক তিনি জিবি হাসপাতালে এসেছেন। তিনি আরও জানান আহত কয়েদির নাম কালি কুমার ত্রিপুরা। সে ফাঁসির সাজা প্রাপ্ত আসামী। তার বাড়ি আমবাসা মহকুমায়। তবে জেলের মধ্যে কি করে ফাঁসির সাজা প্রাপ্ত এক জন কয়েদি আত্মহত্যার চেষ্টা করেছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে।