Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যআন্তর্জাতিক মানের পঠন-পাঠনের মাধ্যমে ক্যারিয়ার গঠনের হাতছানি টেকনোয়

আন্তর্জাতিক মানের পঠন-পাঠনের মাধ্যমে ক্যারিয়ার গঠনের হাতছানি টেকনোয়

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জুন : আন্তর্জাতিক মানের পঠন-পাঠনের সুবিধে থাকছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরায়। সেই সঙ্গে থাকছে শিক্ষান্তে প্লেসমেন্টের সুবিধেও। সোমবার, আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ডঃ অনুপম বসু।

তিনি আরও জানান, টেকনো গ্রুপের সুনাম ধরে রাখতে প্রথম থেকে তারা সচেষ্ট থাকবেন। কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি মেনেই পড়ানো হবে এমএ, এমএসসি, বিএ, বিএসসি, বিকম ইত্যাদি। থাকছে কম্পিউটার সায়েন্সে বি-টেকও। চলতি শিক্ষাবর্ষ থেকেই পুরোদমে শুরু হবে পড়াশোনা। ভর্তিও শুরু হয়ে গিয়েছে। তাঁর মতে উন্নত মানের উচ্চ শিক্ষার জন্য ত্রিপুরার ছেলে মেয়েদের বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই।

ত্রিপুরাতেই আন্তর্জাতিক মানের পড়াশোনার ব্যবস্থা করছে টেকনো গ্রুপ। গড়ে উঠছে অত্যাধুনিক পরিকাঠামোও। এগ্রিকালচার, ল্, এমবিএ, বিবিএ, ফিজিক্স, কেমিস্ট্রি ছাড়াও বিভিন্ন বিষয়ে এমএ, বিএ অনার্স, বিকম অনার্স পড়ানো হবে এখানে। ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের আগরতলায় কর্নেল চৌমুহনীতে সিটি অফিস বা মহেশখলায় বিশ্ববিদ্যালয়ের এডমিশন বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য