Monday, January 13, 2025
বাড়িরাজ্যমণিপুরের ইঙ্গিত দিয়ে নিজেদের দাবি পূরণের জন্য সরকারকে কামান দাগলেন প্রদ্যোত

মণিপুরের ইঙ্গিত দিয়ে নিজেদের দাবি পূরণের জন্য সরকারকে কামান দাগলেন প্রদ্যোত

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জুন : ভিলেজ কমিটির নির্বাচন হতে দিচ্ছে না, উপনির্বাচন এবং বিধানসভা নির্বাচন হয়ে গেছে। শুধুমাত্র ভিলেজ কমিটি নির্বাচন স্থগিত করে রাখা হয়েছে। জনজাতিদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভেবে এগুলি করছে ত্রিপুরায়। কিন্তু এভাবে যতটা চাপানোর চেষ্টা করা হবে ততটা উপরে উঠে মানুষ। মনিপুর এর উদাহরণ। ভালোভাবে না বুঝলে এবং সম্মান না পেলে সেটা প্রত্যেক জায়গায় হবে।

 সোমবার তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন রাজ্যে ফিরে বিমানবন্দরে এমনটাই বলেন। ১৭ জুন ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা রাজ্যে এসে বলেছেন গত পাঁচ বছরে ত্রিপুরায় জনজাতিদের জন্য অনেক কিছু হয়েছে। রাষ্ট্রীয় সভাপতি এই প্রসঙ্গে প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন যদি এত উন্নয়ন হয়ে থাকে তাহলে গত বিধানসভা নির্বাচনে কেন পাহাড়ে বিজেপি এত কম আসন পেয়েছে? এবং কেন তিপ্রা মথার সঙ্গে জোট হতে চায়? প্রদ্যোত নাড্ডার উদ্দেশ্যে আরো বলেন, নির্বাচনের আগে এডিসি -কে যে সরাসরি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং জনজাতিদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করার প্রতিশ্রুতি ছিল সেগুলি কেন করা হচ্ছে না রাজ্যে? কিন্তু এগুলি বিজেপি করবে না।

কারণ জনজাতিদের ত্রিপুরা রাজ্যে সেকেন্ড ক্লাস সিটিজেন ভেবে রেখেছে। কিন্তু যতক্ষণ তিপ্রাসা বেঁচে থাকবে ততক্ষণ তাদের মনে গ্রেটার তিপরাল্যান্ড থাকবে। এবং এই দাবি আজ নয়তো কাল হলো পূরণ হবে বলে জানান প্রদ্যোত। তিনি আরো বলেন বিজেপি নিয়ে তিপ্রা মথা ঠাট্টা করে না, আর বিজেপি -রও না করা দরকার। এটা আই পি এফ টি দল নয়। যে চুপ হয়ে বসে থাকবে। দাবি নিয়ে লড়াই করবে যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হবে। কারণ গ্রেটার তিপরাল্যান্ডের দাবি হিন্দুস্থানের সংবিধানের বাইরের দাবি নয়। এর পেছনে মূল কারণ হলো রাজ্যের জনজাতিদের গরিব করে রাখা হচ্ছে এবং জনজাতিদের ভাষা লিখতে দেওয়া হচ্ছে না। তাই বিরোধী যেসব জনজাতির নেতৃত্ব এ নিয়ে কথা বলছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দাবি শুধু কোন একটি রাজনৈতিক দলের নয়। এটা জনজাতিদের দাবি বলে জানান তিনি।  

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য