স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জুন : রেলকে ব্যবহার করে গাঁজা পাচার করতে গিয়ে আটক ৬ জন পাচারকারি। ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাণী কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে না থামলেও ৬ গাঁজা পাচারকারী গাঁজা ভর্তি ব্যাগ নিয়ে ফিল্মী কায়দায় ট্রেনে উঠে যায়। বিষয়টি নজরে আসে রেল পুলিশের।
রেল পুলিশ চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের সনাক্ত করে। পরবর্তী সময় আগরতলা রেল স্টেশনে আটক করা হয় গাঁজা পাচারকারীদের। যেহেতু গাঁজা পাচারকারীরা তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে ট্রেনে উঠেছে, তাই রেল পুলিশের পক্ষ থেকে তেলিয়ামুড়া জিআরপি পুলিশকে এই বিষয়ে অবগত করা হয়। তেলিয়ামুড়া জিআরপি পুলিশ তাদেরকে আগরতলা থেকে তেলিয়ামুড়ায় নিয়ে যায়। পরবর্তী সময় ধৃতদের তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তেলিয়ামুড়া জিআরপি পুলিশের এক কর্মী জানান গোটা ঘটনার তদন্ত চলছে। আটকৃত গাঁজার বাজার মূল্য আড়াই লক্ষাধিক টাকা হবে। ৩৫ টি প্যাকেটে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে ধৃতদের কাছ থেকে।