Saturday, January 18, 2025
বাড়িরাজ্যত্রিপুরায় সিপিএম-কংগ্রেসকে তুলোধুনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নতির বর্ণনা দিলেন...

ত্রিপুরায় সিপিএম-কংগ্রেসকে তুলোধুনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নতির বর্ণনা দিলেন জে পি নড্ডা

আগরতলা, ১৭ জুন (হি.স.) : মোদী সরকারের নয় বছর পূর্তিতে ত্রিপুরায় সুবিশাল জনসভায় সিপিএম ও কংগ্রেসকে তুলোধুনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। সাথে তিনি দেশের উন্নয়নের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের অভূতপূর্ব কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁর কটাক্ষ, নেতিবাচক চিন্তাধারায় আবদ্ধ বিরোধীরা গত নয় বছরে দেশের উন্নয়ন চোখে দেখেন না। তাঁরা শুধুই বিরোধিতার জন্য দেশের বদনাম করে চলেছেন। তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন পরিচালনা সম্ভব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমাণ করে দিয়েছেন।

দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মোদী সরকারের নয় বছর পূর্তিতে আয়োজিত জনসভায় জনঢল নেমেছিল। এদিনের সভায় নড্ডা বিরোধী দলগুলির প্রতি বিষোদগারে কসুর ছাড়েননি। দুর্নীতি, আইন-শৃংখলার অবনতি, গুপ্তহত্যা এবং সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ এনে বিরোধীদের তিনি তুলোধুনায় খামতি রাখেননি।

নড্ডার কটাক্ষ, কংগ্রেস সমস্ত কিছুর সাথে রাজনীতিকে মিশিয়ে ফেলে। ওই দলের শাসনে দেশে অরাজকতা শুরু হয়েছিল। দুর্নীতি মাথা চারা দিয়েছিল। কমিশন বাণিজ্য, আইন-শৃংখলার অবনতি, ভঙ্গুর নীতি, দেশের সর্বনাশ করে ছেড়েছিল। অন্যদিকে, সিপিএম খুন-সন্ত্রাস, সরকারি অর্থের অপব্যবহার, প্রশাসনিক ব্যর্থতা এমনকি রেশন সামগ্রী চুরি করতে কসুর রাখেনি।

সেই তুলনায় বিজেপি দেশের শুধুই উন্নয়ন করে চলেছে, জোর গলায় দাবি করেন তিনি। তাঁর দাবি, দেশের সেবা, উন্নয়ন ও কল্যাণে বিজেপি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই, গত নয় বছরে প্রত্যাশার অনেক বেশি উন্নয়ন পরিকাঠামো, পরিবহণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে হয়েছে। সাথে গরীবের কল্যাণ এবং উন্নতিও হয়েছে। তাঁর বক্তব্য, অবহেলিত মানুষের পাশাপাশি মহিলা ও যুবদের স্বশক্তিকরণ এবং সার্বিক উন্নতিই হল বিজেপির সব-কা সাথ, সব-কা বিকাশের মূল মন্ত্রের উদাহরণ তুলে ধরে থাকে।নড্ডা এদিন জোর গলায় দাবি করেন, ভারত এখন সারা বিশ্বে দ্রুত অর্থনৈতিক বিকাশের দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। মূল্যবৃদ্ধি বিশ্বের বহু উন্নত দেশের তুলনায় কম এদেশে। অথচ, বিরোধীদের চোখে দেশের এই সমস্ত সাফল্য চোখে পড়ে না। তিনি বলেন, মোদী সরকার উন্নয়ন, পরিকাঠামো, গরীব কল্যাণ, মহিলা স্বশক্তিকরণ, শিক্ষা এবং স্বাস্থ্যকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। পাশাপাশি, যুবদের জন্য নানা সুযোগ তৈরি এবং সার্বিক কল্যাণ ত্বরান্বিত করার জন্য জোর দিয়েছে। তিনি এদিন গরীব কল্যাণ অন্ন যোজনার সাফল্যের জন্য মোদী সরকারের প্রশংসা করেছেন। কারণ, ওই যোজনা দেশে দারিদ্রতা কমিয়ে আনতে ভীষণ সহায়তা করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তিশালি নেতৃত্বের বর্ণনা দিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেন, মোদীর জন্যই ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। যা ব্রিটেনকেও পিছনে ঠেলে এগিয়ে গেছে। সাথে তিনি যোগ করেন, রাষ্ট্রীয় সুরক্ষা প্রধানমন্ত্রী মোদীর জন্যই শক্তিশালী হয়েছে। কারণ, বহু দেশ এখন ভারতকে সমীহ করে থাকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য