Thursday, January 16, 2025
বাড়িরাজ্যইয়াক্রাই বাজারে আগুনে ভস্মীভূত ১৬ টি দোকান

ইয়াক্রাই বাজারে আগুনে ভস্মীভূত ১৬ টি দোকান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : বিধ্বংসী এক অগ্নিকাণ্ডে ১৬ টি দোকান ভস্মীভূত।বৃহস্পতিবার ঘটনাটি কল্যানপুর থানাধীন নকসিরাইপাড়া এডিসি ভিলেজের ইয়াক্রাই বাজারে। খবর পেয়ে কল্যানপুর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গ্রামীন বাজারের ছোট বড় ১৬ টি দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষাধিক টাকা।

জনবহুল জনজাতি অধ্যুষিত এলাকার বাজারে অগ্নিকান্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডে ঘটনা বলে দমকল কর্মীদের অভিমত।কল্যানপুর থানার পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে প্রচন্ড বৃষ্টির সময়ে ইয়াক্রাই বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। এদিকে বিধায়ক পিনাকী দাস চৌধুরীর নেতৃত্বে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের আধিকারিকদের এক প্রতিনিধি দল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ইয়াক্রাই বাজার পরিদর্শন করেন। বিধায়ক সহ অন্যান্য আধিকারিকরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন ইয়াক্রাই বাজারে অগ্নিকান্ডের ঘটনাটি দুঃখজনক। বহু পরিবারের সদস্যরা ব্যবসা বানিজ্যের মধ্য দিয়ে সংসার প্রতিপালন করে আসছে। বিধ্বংসী আগুনে তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন রাজ্য সরকার ক্ষতিগ্রস্হ পরিবারের পাশে রয়েছে। সরকারিভাবে তাদের আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দিয়েছেন বিধায়ক। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের সিনিয়র ডিসিএম অঞ্জন দাস জানান ক্ষতিগ্রস্ত ইয়াক্রাই বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই তাদেরকে সরকারিভাবে সহায়তা করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য