স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : পূর্ব শত্রুতার জেরে অঙ্গনওয়াড়ি কর্মীকে বেধড়ক মারধর করল দুর্বৃত্তরা। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত পশ্চিম লক্ষীবিল এলাকায়। জানা যায় পূর্ব শত্রুতার জেরে শুক্রবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মী জয়নাব বিবিকে এলাকার বাসিন্দা সাহেনা বেগম, রুবি দাস সহ আরো বেশ কয়েকজন মিলে বেধড়ক ভাবে মারধর করে। পরবর্তী সময় আক্রান্ত অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
বিশালগড় মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আক্রান্ত মহিলা বিশালগড় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে জানান। পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। তবে আক্রান্ত অঙ্গনওয়াড়ি কর্মী বর্তমানে আতঙ্কিত। এদিনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।