Sunday, January 19, 2025
বাড়িরাজ্যঅফিসের ভিতরে প্রবেশ করে তহশীলদারকে বেধড়ক মারধর করলেন পঞ্চায়েত সদস্য

অফিসের ভিতরে প্রবেশ করে তহশীলদারকে বেধড়ক মারধর করলেন পঞ্চায়েত সদস্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : সুশাসন জামানায় দুর্শাসন কায়েম করছে কৈলাসহরের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কনকপুর গ্রামে। অফিস চলাকালীন সময়ে শাসক দলের পঞ্চায়েত সদস্য অফিসের ভিতরে প্রবেশ করে তহশীলদারকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। তাও আবার একদিন নয়, লাগাতার দুই দিন অফিস চলাকালীন সময়ে অফিসের ভিতরে প্রবেশ করে তহশীলদারকে বেধড়ক ভাবে মারধর করেছে।

এবং প্রাননাশের হুমকিও দিয়েছে বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য বলে অভিযোগ। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও ঘটনার সাথে জড়িত বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য এই ঘটনা অস্বীকার করেছেন। ঘটনা কৈলাসহরের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কনকপুর গ্রামে অবস্থিত লক্ষীপুর তহশীল কাছারী অফিসে। জানা যায়, লক্ষীপুর তহশীল কাছারীতে দীর্ঘদিন ধরে মান্না দাস তহশীলদার হিসেবে কর্মরত আছেন। শুক্রবার বিকেলে তহশীলদার মান্না দাস জানান, নূরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য মুনিম আলী প্রায়ই লক্ষীপুর তহশীল কাছারীতে এসে নিজের অনৈতিক কাজের কাগজে স্বাক্ষর দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এবং নিজে শাসক বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য হবার সুবাদে তহশীলদার মান্না দাসের সাথে অসাভ্য আচরণ করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে অফিস চলাকালীন সময়ে লক্ষীপুর তহশীল কাছারীতে এসে অফিসের প্রবেশ করে অনৈতিক কাগজে স্বাক্ষর করার জন্য বলে।

মুনিম আলীর কথা শুনে তহশীলদার মান্না দাস স্বাক্ষর দিতে না করায় মুনিম আলী অফিসের ভিতরে মান্নাকে বেধড়ক মারধর করে। পরবর্তী সময়ে মান্না দাস পাশের কৃষি দপ্তরের গোডাউনে দৌঁড়ে গিয়ে নিজের প্রান বাচান। শুক্রবার আবার সকাল এগারোটা নাগাদ মুনিম আলী লক্ষীপুর তহশীল কাছারী অফিসের ভিতরে এসে ফের অনৈতিক কাগজে স্বাক্ষর করার কথা বলে। মান্না দাস স্বাক্ষর দিতে অস্বীকার করায়। মুনিম  আলী মান্না দাসকে মারধর করে। এবং অফিসে চেয়ার টেবিল, আসবাব পত্র, রেজিস্ট্রার খাতা সহ সমস্ত কিছু উলট পালট করে দেয়। আবার মুনিম আলী অফিস থেকে চলে যাবার সময় মান্না দাসকে প্রাননাশের হুমকি দেয় বলেও জানান মান্না দাস।

এই ঘটনার পর লিখিত ভাবে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সররের কাছে মান্না দাস জানায়। মান্না দাসের লিখিত অভিযোগ পাবার পর মহকুমাশাসক প্রদীপ সরকার কৈলাসহর থানায় বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য মুনিম আলীর বিরুদ্ধে মামলা করেছেন। তবে এ ব্যাপারে নূরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য মুনিম আলীকে জিজ্ঞাসা করলে মুনিম আলী জানায় যে, এটা সম্পুর্ন মিথ্যা ঘটনা। তাকে উদ্দেশ্যে প্রনোদিত ভাবে ফাসানো হচ্ছে। এই ঘটনার পিছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে বলেই মুনিম আলী জানান। এভাবে প্রকাশ্যে শাসক দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সরকারি অফিসের ভিতরে প্রবেশ করে কর্মীকে বেধড়ক মারধর করায় কর্মচারী মহলে তীব্র নিন্দার ঝড় বইছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য