স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : ১০,৩২৩-র চাকরি যায়নি। এ বিষয়ে তুলে ধরলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের বিষয় নিয়ে শুক্রবার বিধানসভায় নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে বলেন, ২০২১ সালে প্রদীপ দেববর্মা, ময়নাল হোসেন, কানাই লাল দাস সরকারের বিরুদ্ধে যে মামলা করেছিল তার প্রসঙ্গ টেনে আনেন।
অনিমেষ বাবু বলেন, আদালত এই মামলার রায়েও বলা হয়েছে একটি মেমোরেন্ডাম দিয়ে সরকারি কর্মচারীদের চাকরি বাতিল করা যায় না। একটি মেমো দিয়ে সমস্ত লোকের চাকরি বাতিল সম্ভব নয়। তিনি জানান আদালত বলেছে, সেই মামলায় নতুন মেমো দিয়ে চাকরি বাতিল করার। কিন্তু আজও সরকার তা করে নি। বিরোধী দলনেতা বলেন, এর মানে ১০,৩২৩-র চাকরি যায়নি। এস টি জি টি নিয়োগ সংক্রান্ত বিষয় প্রসঙ্গে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন ৫,০৩৪ পদ খালি থাকার পরেও সরকার ২৩০ টি শুন্যপদে লোক নিয়োগ করবে। রাজ্যে যেখানে ১ জন শিক্ষক দিয়ে স্কুল চলছে কোথাও কোথাও সেখানে শিক্ষিত বেকার থাকা সত্ত্বেও সরকার ২৩০ জন নেবে। আসন্ন বিধানসভার বাজেট অধিবেশনে ১০,৩২৩ এস টি জি টি সহ বিভিন্ন বিষয় নিয়ে যে তারা সরব হবেন তা এদিন জানিয়ে দেন বিরোধী দলনেতা।