স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টিতে কল্যাণপুরের বেশ কয়েকটি জায়গায় ক্ষতিগ্ৰস্থ হয় বহু সাধারণ মানুষজন। এর মধ্যে কল্যাণপুর ব্লক এলাকার অমর কলোনীর বাসিন্দা অনন্ত মোহন পালের বসত ঘরে ঝড়ের তান্ডবে ভেঙ্গে পড়ে পার্শ্ববর্তী এক ব্যক্তির গামাই গাছ। এতে ক্ষতিগ্ৰস্থ হয় অনন্ত মোহন পালের ঘর।
ক্ষতিগ্রস্ত অনন্ত মোহন পাল জানান বৃহস্পতিবার রাতে যখন খাবার শেষ করে ঘুমানোর জন্য বিছানায় যায় তখন ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ের তান্ডবে গামাই গাছটি ভেঙ্গে ঘরের উপর পড়ে। শুক্রবার সকালে ঘটনার খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকার মানুষজন সহ এলাকার জনপ্রতিনিধিরা পরিদর্শন করতে যায়। এবং সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। একই রাতে ঝড়-বৃষ্টির ফলে কৃষিজমিতেও তার প্রভাব পড়ে, কল্যাণপুর ব্লক এলাকার মরিচ চাষীরা বেশ ক্ষতিগ্ৰস্থ। কৃষি জমিতে গিয়ে চাষী নেপাল পালের মাথায় হাত, মরিচ খেতের বেশ কিছু মরিচ গাছ ভেঙ্গে পড়ে বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ প্রসঙ্গে কৃষক নেপাল বাবু জানান এতোদিন খড়ার জন্য জমিতে কিছুই ভালোভাবে চাষ করতে পারেন নি। এবার ঝড়বৃষ্টিতে তারা ক্ষতিগ্রস্ত। মরিচ গাছ গুলোতে এখন ফলন হওয়ার সময়, ঝড়ে একেবারে বেশিরভাগ মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। তিনি আরো বলেন এই জমি থেকে প্রায় ২-৩ লক্ষ টাকা বছরে মরিচ চাষ করে লাভবান হতেন। কিন্তু বৃহস্পতিবার রাতের ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। তিনি প্রশাসনের কাছে দাবি জানান আর্থিক সহযোগিতা করার জন্য। এখন দেখার ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে।