Monday, January 20, 2025
বাড়িরাজ্যবিদ্যুৎ লাইন ছিন্ন করার প্রতিবাদে বিক্ষোভ

বিদ্যুৎ লাইন ছিন্ন করার প্রতিবাদে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন : রাজধানীর সিদ্ধি আশ্রম বাজার কমিটির সমস্যা এবার কাঁধে চাপল এলাকাবাসীর। মঙ্গলবার আচমকাই পুলিশ নিয়ে এসে বিদ্যুৎ নিগমের কর্মীরা এলাকার লাইন ছিন্ন করে দেয়। প্রতিবাদে এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে বাধ্য হয় এদিন। জানা যায়, সিদ্ধি আশ্রম বাজার নিয়ে দীর্ঘ দিন ধরে ঝামেলা চলছিল।

 মামলা গড়ায় আদালত পর্যন্ত। আদালতে প্রমাণিত হয় এই বাজারের মালিক ব্যক্তিকানীধীন। তাই জমির মালিকের কাছে বাজারের জায়গা তুলে দেওয়া নির্দেশ দেয় আদালত। কিন্তু বাজারে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আশা দোকানীদের একটা অংশ এই নিয়ে বেকে বসে। তাদের স্বার্থের কথা বিবেচনা করে মালিক কিছু করার আশ্বাস দেন। জমির মালিক রণধীর দেববর্মা বিদ্যুৎ নিগমকে চিঠি দিয়ে জানায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার জন্য। কিন্তু এই ক্ষেত্রে নিগমের কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়ার আগেই জমির মালিক ফের আদালতে মামলা করেন। এই ক্ষেত্রে আদালত থেকে নির্দেশ দেওয়া হয় ১৪ জুনের মধ্যে আবেদন মোতাবেক বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করতে হবে। মঙ্গলবার সেই মোতাবেক কর্মীরা লাইন কাটার জন্য যায়। কিছু লাইন কাটার পর দোকানদারেরা বাঁধা দেয়। বাঁধা পেয়ে ফিরে যায় বিদ্যুৎ নিগমের কর্মীরা। এই বাজারে মোট ১৩০ জন ব্যবসায়ী রয়েছে।

 জটিলতা দেখা দিলে সিদ্ধি আশ্রম বাজারে ছুটে যায় পুলিশ। পুলিশ জানায় এই বাজারের বিদ্যুৎ সংযোগের সঙ্গে এস টি লাইনের সম্পর্ক আছে। তাই মূল এস টি লাইন ছিন্ন করে বাকী সংযোগ গুলি ছিন্ন করতে হবে কর্মীদের। এই নিয়েও কিছুটা সমস্যা দেখা দেয়। পরে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের বক্তব্য মেনে ফিরে আসে কর্মীরা। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আগাম কিছু না জানিয়ে এদিন ৫ ঘণ্টা যাবত গোটা এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আইনকে তারাও মান্যতা দেয়। কিন্তু আগাম না জানিয়ে এই ধরনের কাজের প্রতীবাদ জানান তারা। তবে মালিককে মানবিক দৃষ্টি কোন থেকে দেখার আবেদন জানান ব্যবসায়ীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য