স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন : প্রয়াত হলেন বিলোনীয়ার প্রাক্তন বিধায়ক অমল মল্লিক। বিলোনিয়ায় বাম বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন অমল মল্লিক। বিলোনিয়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে তিনি দুইবার বিধায়ক হন। পরবর্তী সময় তিনি কংগ্রেস ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারনে দলীয় কর্মসূচিতে সে ভাবে দেখা যেত না। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
মঙ্গলবার সকালেও বিলোনীয়া হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে যান। আচমকা বিকাল বেলায় তিনি শারিরীক অসুস্হতা অনুভব করেন। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় বিলোনীয়া মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। অমল মল্লিকের মৃত্যুর খবর পেয়ে বিলোনীয়া হাসপাতালে ছুটে যান বিজেপি বিলোনীয়া মন্ডলের সভাপতি গৌতম সরকার, বিজেপি দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, সিপিআইএম বিধায়ক দীপংকর সেন, সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্যরা। সকলে প্রয়াত অমল মল্লিকের পরিবার পরিজনদের সমবেদনা জানান। বিজেপি বিলোনিয়া মণ্ডলের সভাপতি গৌতম সরকার জানান হুদ রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অমল মল্লিক। এইটা দুঃখ জনক। বিলোনিয়ার উন্নয়নে ওনার অবদান ভুলার নয়। তিনি প্রয়াত অমল মল্লিকের আত্মার সদ্গতি কামনা করেন।