স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : তিপরা মথার সাংবিধানিক সমস্যা সমাধানের জন্য মধ্যস্থতাকারী নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কোন আলোচনা করতে দিল্লি যাচ্ছেন না। সোমবার দিল্লি যাচ্ছেন বিপর্যয় ব্যবস্থাপনার বৈঠকে অংশ নিতে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
১৩ জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে ডিজাস্টার ম্যানেজম্যান্টের উপর বৈঠক অনুষ্ঠিত হবে। তাতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশ নেবেন। সেই বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। বর্তমানে এই দপ্তরটি তাঁর অধীনে রয়েছে। বিপর্যয় মোকাবিলা নিয়ে রাজ্যের বিভিন্ন দিক তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী আরো জানান মঙ্গলবারই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ধার্য হয়েছে। এই বৈঠকে প্রশাসনিক ও সাংগঠনিক বিষয়ে তাদের কথা হতে পারে। এদিকে আগামী ১৬ জুন রাজ্যে আসবেন বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন প্রদেশ নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ১৭ জুন একটি দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। সেদিনই ফিরে যাবেন বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।