স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : ধর্ষণের পর অন্তঃসত্ত্বা উদয়পুরের ১৪ বছরের নাবালিকা। এই ঘটনায় বিলোনিয়া মহিলা থানার পুলিশ অজিৎ মল্ল নামে এক যুবককে আটক করেছে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত একটা নাগাদ অন্তঃসত্ত্বা নাবালিকা পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করা হয়। মামলা দায়ের হতেই মহিলা থানার পুলিশ নিদিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে অভিযুক্তকে গ্ৰেপ্তার করে নিয়ে আসে বিলোনিয়া মহিলা থানায়। নাবালিকা অন্তঃসত্ত্বা কাণ্ডে অভিযুক্ত বিবাহিত যুবকের নাম অজিত মল্ল।
বাড়ি বিলোনিয়া পাইখলা এলাকায়। পেশায় একজন গাড়ী চালক। জানা যায়, গতকাল গভীর রাতে মহিলা থানার পুলিশ পাইখলা এলাকায় অজিত মল্লের বাড়িতে হানা দিয়ে গ্ৰেপ্তার করে অজিতকে। রবিবার দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করে নাবালিকা অন্তঃসত্ত্বা কাণ্ডে অভিযুক্ত অজিতকে। আদালত পুলিশের কাছে সিডি তলব করে অজিতকে দুই দিনের জেল হেফাজতে রাখার পর ১২ জুন পুনরায় আদালতে সোপর্দ করার নির্দেশ দেন। এদিকে অভিযুক্ত অজিত সহ তার পরিবারের দাবি তাকে ফাঁসানো হয়েছে। বর্তমানে অন্তঃসত্ত্বা নাবালিকাটি উদপুর হাসপাতালে চিকিৎসাধীন।