Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যভাঙচুর এবং অগ্নিসংযোগ তিপ্রা মথার দলীয় কার্যালয়ে

ভাঙচুর এবং অগ্নিসংযোগ তিপ্রা মথার দলীয় কার্যালয়ে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : মুখে কালো কাপড় বেঁধে তিপ্রা মথার দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা সংগঠিত করল দুর্বৃত্তরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জানা যায়, শুক্রবার খুমুলুঙে দশারাম বাড়িতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নয় বছর পূর্তি উপলক্ষে জনজাতি যুব সমাবেশ ছিল। সমাবেশের আগে বিজেপি এবং তিপ্রা মথার মধ্যে উত্তেজিত হয়ে উঠেছিল খুমুলুঙ। ভাঙচুর হয়েছিল তিপ্রা মথার কার্যালয়। এদিকে মথা থেকেও নষ্ট করা হয়েছিল শাসকদলের প্রচার সজ্জা।

পুলিশ এবং টিএসআর জওয়ানদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপর সবকিছুই শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে গেলেও রাতের বেলা জিরানিয়া তিপ্রা মথার দলীয় কার্যালয়ে আক্রমণ সংগঠিত করে দুর্বৃত্তরা। ভাঙচুর চালায় দলীয় কার্যালয়ে বিভিন্ন সামগ্রী। পরে দলীয় কার্যালয়টির মধ্যে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। যারা এই ঘটনাটি সংগঠিত করেছে তারা সকলে মুখে কালো কাপড় বেঁধে এসেছিল। এবং তারা সবাই শাসক দলের কর্মী বলে অভিযোগ তিপ্রা মথার কর্মীদের। দলীয় কর্মীদের আরো অভিযোগ এদিন রাতের বেলা আটটার নাগাদ কার্যালয়টি বন্ধ করে তারা বাড়ি যাওয়ার পর দুটি বিকট শব্দ শোনা যায়। সাথে সাথে কার্যালয়ের সামনে এসে দেখে আগুন জ্বলছে।

 স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভায় বলে জানায় এলাকার এক মথার কর্মী। প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য সভায় এসে চ্যালেঞ্জ করেছিলেন টাকারজলা এবং খুমুলুঙে তিনি সভা করবেন। কিন্তু এতে তিপ্রা মথার কোন আপত্তি নেই। স্বাগত জানায় প্রদেশ বিজেপি সভাপতিকে। কিন্তু তারপরেও চক্রান্ত করে তিপ্রা মথার কার্যালয়ের উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে বলে অভিযোগ তুলেন তারা। এই ঘটনার পর শনিবার দলীয় কার্যালয়টি পরিদর্শনে যান বিধায়িকা স্বপ্না দেববর্মা। তিনি ঘটনার তীব্র নিন্দা করেন। বর্তমানে এলাকায় টানটান পরিস্থিতি। মোতায়েন রয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য