স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : চাকুরিচ্যুত শিক্ষকের ছেলের মেধা হার মানিয়েছে পরিবারের আর্থিক দুর্বলতাকে। পরিবারের বহু আর্থিক বাধা-বিপত্তি কিছুই যেন মাধ্যমিকের কৃতী ছাত্র সালকা দেববর্মার উপর প্রভাব ফেলতে পারেনি। কিন্তু আগামী দিনে সে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে মুখ্যমন্ত্রী কাছে সহযোগিতা চাইল। কৃতী ছাত্রের বাড়ি গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালায়। কিন্তু তার পড়াশোনার জন্য বর্তমানে জম্পুইজলা নব সরদার পাড়ায় থাকে।
ডন বসকো স্কুলের ছাত্র সালকা দেববর্মা ২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় ৪৭৮ নম্বর পেয়ে রাজ্যের জনজাতি মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তার বাবা উত্তম দেববর্মা ১০,৩২৩ -এর একজন চাকুরিচ্যুত শিক্ষক ছিলেন। পিতা চাকরি হারানোর পর বাড়ির সামনে দোকান দিয়ে রোজগারের পথ বেছে নেয়। ছেলের পড়াশোনা চাহিদা কোনক্রমে মিটিয়ে চলতে থাকে পরিবার। এর সুফল মিলল ছেলের মাধ্যমিক পরীক্ষায়। এদিকে সালকা দেববর্মার ইচ্ছা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার। কিন্তু পরিতাপের বিষয় এখনো পর্যন্ত কোন সরকারি প্রতিনিধি এবং কোন রাজনৈতিক প্রতিনিধি সালকা দেববর্মার কোন ধরনের খোঁজখবর নিতে যায় নি, আর সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তো দূরের কথা। যাইহোক বিজ্ঞান বিভাগে পড়ানো এক প্রকার ভাবে চ্যালেঞ্জ হয়ে পড়বে চাকরিচ্যুত শিক্ষক তথা কৃতী ছাত্রের পিতার কাছে। কিন্তু তাতে কিছু হাঁটবে না তার পিতা। অর্থহীন হলেও ছেলেকে ভবিষ্যতে সঠিক বিষয় নিয়ে যাবে বলে জানান তিনি। তবে শালকা দেববর্মা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি যেন তাকে পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করেন।