আগরতলা, ৯ জুন(হি.স.) : ত্রিপুরা এখন এডুকেশন হাবে পরিনত হচ্ছে। ভারতের কৃষ্টি-সংস্কৃতির উপর ভিত্তি করে উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষা নীতিকে বাস্তবায়ন করা হয়েছে। এই শিক্ষা নীতির সুফল ভোগ করবে ত্রিপুরার ছাত্রছাত্রীরা। শুক্রবার টাউন হলে ত্রিপুরায় জাতীয় শিক্ষা নীতি ২০২০–এর শুভারম্ভ অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
এদিন তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা এখন এডুকেশন হাবে পরিণত হচ্ছে। ত্রিপুরায় এখন নতুন অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। আগামী প্রজন্মের হাতে রয়েছে দেশের দায়িত্ব।
তাঁর দাবি, জাতীয় শিক্ষা নীতির ফলে ত্রিপুরার ছাত্র ছাত্রীদের সুবিধা হবে। কারণ ত্রিপুরায় আগে আঞ্চলিক শিক্ষানীতি প্রচলিত ছিল। এই জাতীয় শিক্ষা নীতি চালু হলে উচ্চ শিক্ষার জন্য ছাত্র ছাত্রীরা রাজ্যের বাইরে গিয়েও কোনো অসুবিধায় পড়বে না। বহি:রাজ্যের ছাত্র ছাত্রীদের সাথে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
তিনি আরও বলেন, বিগত দিনে দেখা যেত বিদেশ থেকে ছাত্র ছাত্রীরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো অনান্য প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনার জন্য আসতো। কিন্তু এখন ভারতীয় ছাত্ররা বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছে। সেই গর্ব আবার ফিরে পাওয়ার জন্য জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়ন করা জরুরি বলে দাবি করেন তিনি। সাথে তিনি যোগ করেন, আজ থেকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষা নীতি চালু হয়েছে।আগামী দিনে বিদ্যালয় পর্যায়ে শিক্ষা নীতি চালু করার জন্য ত্রিপুরা সরকার পরিকল্পনা গ্রহণ করছে।