Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যবিজেপিতে কারেন্ট চলে এসেছে, বিজেপি আলোকিত। মথাতে লোডসিডিং চলছে : রেবতী

বিজেপিতে কারেন্ট চলে এসেছে, বিজেপি আলোকিত। মথাতে লোডসিডিং চলছে : রেবতী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : এবার বিধানসভার নির্বাচনের সময় তিপ্রা মথার ইশতেহার থেকে গ্রেটার তিপরাল্যান্ড শব্দটি মুছে গেছে। এখন এই পার্টি প্রধানমন্ত্রীর সবকা সাথ সাবকা বিকাশে উপর আস্থা রাখতে শুরু করেছে। ফলে আজ বিজেপিতে কারেন্ট চলে এসেছে, বিজেপি আলোকিত। মথাতে লোডসিডিং চলছে।

রাজবাড়ীতে অন্ধকার নেমে এসেছে। আগামী দু মাসের মধ্যে তাদের আর মথা থাকবে না। কারণ আগরতলা রামনগর নিবাসী সুরমাতে গিয়ে দাঁড়িয়েছেন। উনাকে নাকি প্রদ্যোত কিশোর দেববর্মন ৫৩ লক্ষ টাকা দিয়েছে। এবং মেরি দেববর্মাকে ৮ লক্ষ টাকা দিয়েছেন প্রদ্যোত। এখন প্রশ্ন যদি প্রদ্যোত বাবু জনজাতিদের জন্য কিছু করে থাকে তাহলে কেন এই ফান্ড দেওয়া হয়েছে। এর জবাব নেই প্রদ্যোত কিশোর দেববর্মনের কাছে। শুক্রবার খুমুলুঙে দশারাম বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৯ বছর পূর্তি উপলক্ষে জনজাতি যুব সমাবেশে তিপ্রা মথার নাম না করে এভাবেই আক্রমণ করলেন সংসদ রেবতী ত্রিপুরা।

 তিনি বলেন, এডিসির উন্নয়নের জন্য সরকার কোটি কোটি টাকা দিয়েছে মথাকে। টাকা পেয়ে তারা জনজাতিদের একটা সমস্যার সমাধানও করেনি। আবার সাংবিধানিক দাবির কথা বলছে। কিন্তু এক টাকারও হিসাব দেয়নি তারা। দুর্নীতি ছেয়ে গেছে তাদের। এখন তারা ইন্টারলোকেটর ইংরেজি শব্দটি ব্যবহার করে প্রত্যন্ত এলাকার মানুষকে আবারো ঠকানোর চেষ্টা করছে। এখন হুমকি দেওয়া হলেও কোন লাভ হবে না। দিল দিয়া হে, জান ভি দেঙ্গে এমন অবস্থা হয়ে গেছে মাথায়। গ্রেটার তিপরাল্যান্ডের জায়গায় যদি সৌয়াল্যন্ড নিয়ে আসতেন তাহলে মনে করা হতো কিছু একটা করেছেন বলে জানান রেবতী ত্রিপুরা। আয়োজিত সভায় উপস্থিত প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী বলেন, স্বাধীনতার পর থেকে জনজাতিদের বোকা বানিয়ে পিছিয়ে রাখার চেষ্টা হয়েছে এই রাজ্যে। কিন্তু জনজাতিদের উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ কথা বলছে না। শুধু লড়াই করতে হবে বলে চিৎকার করছে, কিসের লড়াই ? যদি লড়াই করতে হয় শুধুমাত্র জনজাতিদের অধিকারের জন্য লড়াই করুন।

গ্রেটার তিপরাল্যান্ড, তিপরাল্যান্ডের জন্য নয় বলে খুমুলুঙে জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন এ সরকার প্রতিষ্ঠিত হয়ে ১ লক্ষ ৩৯ হাজার জনজাতিদের জন্য পাট্টা বিলি করেছে। এবং এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর হোস্টেলে পাঠরত ১ লক্ষ ৩২ হাজার ৩৪০ জন জনজাতি ছাত্র-ছাত্রীকে আর্থিক সহযোগিতা করেছে সরকার। ৪৬ হাজার জনজাতি ছাত্র-ছাত্রীকে বিশেষ কোচিংয়ের মাধ্যমে যাতে উচ্চশিক্ষা নিতে পারে তার জন্য ৪ কোটি টাকা ব্যয় করেছে এ সরকার। এবং এ রাজ্যে ১৭ টি একলব্য বিদ্যালয় নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরাকে উপহার দিয়েছেন। ককবরক ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি। তিনি আরো বলেন বিশ্ব ব্যাংক থেকে ১৩০০ কোটি টাকা দিয়ে জনযাত্রীদের উন্নয়ন করার চেষ্টা করছে এই সরকার। কিন্তু জনজাতিদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে কেউ আন্দোলন করেনি বলে নিন্দা জানান প্রদেশ বিজেপি সভাপতি।

আয়োজিত সভায় শ্রী ভট্টাচার্য আরো বলেন এডিসিতে ২৮ টি আসন রয়েছে। আসন সংখ্যা বাড়িয়ে কিভাবে ৫০ টি করা যায় সেই বিষয়ে পার্লামেন্টে আওয়াজ তুলেছেন সাংসদ রেবতী ত্রিপুরা। এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে এটা দিল্লি পর্যন্ত পাঠানো হয়েছে বলে জানান রাজীপ ভট্টাচার্য। এদিন জনজাতিদের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি ও আই পি এফ টি স্লোগানে নয় কাজে বিশ্বাস করে। তাই দ্বিতীয়বার আবারও সরকারের প্রতিষ্ঠিত হয়েছে। সরকার প্রতিষ্ঠার পর আইপিএফটি থেকে শুক্লাচরণ নোয়াতিয়া এবং ভারতীয় জনতা পার্টি থেকে বিকাশ দেববর্মা কে মন্ত্রী বানানো হয়েছে। আগামী দিনে আরো কিভাবে জনজাতি অংশের মানুষকে ত্রিপুরা রাজ্যের অগ্রগতির জন্য মোদি সরকার বদ্ধপরিকর। এবং জনজাতিদের জন্য বড় সুযোগ হয়েছে বলে যেমন রাজীব ভট্টাচার্য। তিনি এদিন আরো বলেন আজ সকাল থেকেই ছিল খুমুলুঙে একটি টানটান উত্তেজনা। পরিকল্পনা নিয়েছিল মহারাজের পূণ্যভূমিতে জনজাতি যুব সম্মেলন করতে দেওয়া হবে না। কিন্তু যারা পূণ্যভূমি অশান্ত করার চেষ্টা করেছে তাদের ক্ষমা করা হবে না। এই সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এভাবেই হুঁশিয়ারি ছিলেন রাজীব ভট্টাচার্য। বিজেপি সরকার প্রতিষ্ঠানে পর জনজাতিদের স্বার্থে কি কি পদক্ষেপ নিয়েছে তা তথ্য সহকারে তুলে ধরেন বিজেপি-র প্রদেশ সভাপতি। যারা সন্ত্রাস তৈরির চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুড়ে দেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য