স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু এক কৃষকের। গুরুতর ভাবে আহত আরও ৫ জন। মৃত কৃষকের নাম বাদল দে, বয়স ৫৮ বছর। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে গোলাঘাটি এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় এইদিন নিজের জমিতে কৃষি কাজ করতে গিয়েছিলেন বাদল দে। কৃষি জমিতে কাজ করার সময় আচমকা বজ্রাঘাতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরবর্তী সময় এলাকার ও পরিবারের লোকজন বাদল দে-কে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কৃষক বাদল দে-কে মৃত বলে ঘোষণা করে দেন। বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান তিনি পরীক্ষা নিরিক্ষা করার পর বাদল দে-কে মৃত বলে ঘোষণা করেছেন।
এইদিকে বজ্রাঘাতে গুরুতর ভাবে আহত হয় জাঙ্গালিয়া এলাকার বাসন্তী সাহা, পূর্ব লক্ষ্মীবিল এলাকার পবিত্র দাস, অরবিন্দ নগরের কুলসুম বিবি, উত্তর ব্রজপুর এলাকার সুমিত্রা সরকার ভৌমিক এবং চাম্পামুড়া এলাকার চন্দন দেবনাথ। তাদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাসন্তী সাহা, পবিত্র দাস, কুলসুম বিবি ও সুমিত্রা সরকার ভৌমিককে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া ও জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। চন্দন দেবনাথের চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে।