স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : সাব্রুম মহকুমা পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদ্যোগে সাব্রুম নগর পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সরবরাহ করতে দুইটি ওভার হেড ওয়াটার ট্যাঙ্ক নির্মাণের কাজ শুরু হয়। এর মধ্যে একটি ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছে সাব্রুম ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের সাথে।
এই ওয়াটার ট্যাঙ্ক গুলোর কাজের বরাত পান শান্তির বাজারের পঙ্কজ মল্লিক নামে এক ঠিকেদার। গত নয় মাস আগে থেকে সাব্রুম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সাথে মানিকগড় টিলা পুরাতন ফায়ার সার্ভিসের সামনে এই দুইটি ওভার হেড ওয়াটার ট্যাঙ্ক নির্মাণের কাজ শুরু হলেও এলাকাবাসীর এই ট্যাঙ্ক নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের সুরক্ষার বিষয়ে নজর দিচ্ছে না ঠিকেদার।
উচুতে উঠে শ্রমিকরা কাজ করলেও তাদের সুরক্ষার জন্য হেলমেট বেল্ট বা নেট কোনটাই ব্যবহার করা হচ্ছে না। এমনকি নেই শ্রমিকদের সুরক্ষা বীমাও। এই অভিযোগ পেয়ে বুধবার সাব্রুম মহকুমা শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমিত কর নির্মাণ কাজে পরিদর্শনে যান।নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা খুজে পান। ঠিকেদার সংস্থার কেউকে না পেলেও নির্মাণ কাজের দায়িত্ব প্রাপ্ত জিতেন নাথ সত্যতা স্বীকার করে নেন।
শ্রম দপ্তরের আধিকারিকের বক্তব্য কোন এজেন্সি বা ঠিকাদার যেকোনো নির্মাণ কাজ করতে হলে কমপক্ষে ত্রিশ দিন আগে শ্রমিকদের নাম ঠিকানা দিয়ে শ্রম দপ্তর অফিসে এসে লিখিত আকারে জানাতে হয়। আর তাও যদি না করে তাহলে দপ্তরে পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ রয়েছে। এখন দেখার বিষয় শ্রম দপ্তর সংশ্লিষ্ট ঠিকেদরের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। দীর্ঘ নয়মাস ধরে খোদ মহকুমা শ্রম দপ্তরের অফিস থেকে দৃশ্যমান জায়গাতে এই নির্মাণ কাজ চললেও দপ্তর থেকে কয়েক কদম দূরে নির্মাণ স্থলে যেতে কেন এতটা সময় লাগলো এনিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ভাবে অসুরক্ষিত অবস্থায় কাজ করতে গিয়ে যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে এর দায়ভার কে নেবে?