স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর ৯ বছর পূর্তি উপলক্ষ্যে বিজেপির পক্ষ থেকে এক মাস ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকেও একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে ৪ টি প্রধান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব মোর্চার নেতৃত্ব ভিকি প্রসাদ জানান বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে জন সম্পর্ক স্থাপন করে তাদের সমর্থন সুনিশ্চিত করা হবে। ৭ জুন থেকে ১০ জুন পর্যন্ত নতুন ভোট দাতা সম্মেলন করা হবে। একই সাথে নতুন ভোটার রেজিস্ট্রেশন করা হবে। প্রতিটি জেলায় বাইক যাত্রা করবে যুব মোর্চার কর্মী সমর্থকরা। এই বাইক যাত্রা প্রতিটি মণ্ডলে মণ্ডলে যাবে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলির বিষয় নিয়ে অন লাইন কুইজ করা হবে। অন লাইন কুইজে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে।