Saturday, January 25, 2025
বাড়িরাজ্যচারদিনেও উদ্ধার হয় নি নাবালিকা, কুম্ভ নিদ্রা ভাঙল শিশু সুরক্ষা কমিশনের

চারদিনেও উদ্ধার হয় নি নাবালিকা, কুম্ভ নিদ্রা ভাঙল শিশু সুরক্ষা কমিশনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : সংবাদের জেরে কিশোরী অপহরণ ঘটনার তদন্তে নামল রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। ঘটনার বিবরণের জানা যায় গত শনিবার বিকাল তিনটা নাগাদ রাজধানী বাধারঘাট এলাকার এক কিশোরীকে চৌমুহনী বাজার নারায়ণ খামার এলাকার সুমন ঘোষ অপহরণ করে নিয়ে যায়।

রবিবার সেই কিশোরীর পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় সুমন ঘোষের বিরুদ্ধে অপহরণের মামলাও দায়ের করে। কিন্তু মামলা করার পর এতদিন হয়ে গেলেও আমতলী থানার পুলিশ কিশোরীকে উদ্ধারে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। বুধবার রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের সদস্যা ওই কিশোরীর পরিবারের সাথে দেখা করে ঘটনার বিস্তারিতভাবে জানান। এবং প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় শিশু সুরক্ষা কমিশন তাই করবে বলে আশ্বাস দিয়েছেন শিশু কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী।  শর্মিলা চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান চৌমুহনী বাজার নারায়ণ খামার এলাকার অপহরণকারী সুমন ঘোষের আগেও ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেছিল।

তখনো তার বিরুদ্ধে আমতলী থানায় অপহরণ এবং ধর্ষণের মামলা হয়েছিল গ্রেফতার ও হয়েছিল অভিযুক্ত সুমন ঘোষ পরে আদালত থেকে জামিনে মুক্ত পেয়ে বর্তমানে এখনও আদালতে হাজিরা দিতে হচ্ছে অভিযুক্ত সুমন ঘোষকে। এই মামলার রায় ঘোষণা হতে না হতেই পুনরায় আবার সুমন ঘোষ এই কিশোরীকে অপহরণ করেছে বলে অভিযোগ।  এখন দেখার কি বিচার হয় অভিযুক্তের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য