স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : জিমের প্রশিক্ষক দ্বারা পাশবিক লালসার শিকার এক যুবতী। অভিযোগ উদয়পুর রমেশ চৌমুহনি এলাকার এক জিম সেন্টারে প্রশিক্ষকের বিরুদ্ধে। রাধা কিশোর পুর থানার পুলিশ অভিযুক্ত প্রশিক্ষক শামীম মিঞাকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিবরণে জানা যায় জিম সেন্টারের প্রশিক্ষক যুবতীকে বারংবার ধর্ষণ করেছে।
সোমবার ঘটনা সামনে আসতেই উদয়পুর রমেশ চৌমুহনী স্থিত জিম সেন্টারের প্রশিক্ষক শামীম মিঞার বিরুদ্ধে সরব হয়েছে সাধারণ মানুষ। অভিযোগ মেয়েটিকে রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়ে বারংবার করেছে ধর্ষণ করেছে। গত শনিবার ধর্ষিতা মেয়েটি জানতে পারে যুবকটি মেয়েটিকে প্রলোভনে ফেলে একাধিকবার ধর্ষণ করেছে। এমনকি এই যুবক আগে থেকেই বিবাহিত। এবং তার এক সন্তান রয়েছে। শেষ পর্যন্ত প্রতারিত যুবতী থানায় এসে মামলা দায়ের করতে বাধ্য হয়। তারপর পুলিশ অভিযুক্ত শামিম মিঞাকে গ্রেপ্তার করেছে। কিন্তু সাধারণ মানুষের মনে দাগ কাটতে শুরু করেছে একাধিকবার ধর্ষণ হওয়ার পরেও কেন মেয়েটি মুখ খোলেনি। এবং কেন মেয়েটির সেই প্রশিক্ষকের সাথে ঘুরতে যেত। পেছনে কি রহস্য রয়েছে তা উদঘাটন হতে পারে পুলিশের সুষ্ঠু তদন্তে।