স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : করমণ্ডলকাণ্ডের ৫ দিনের মাথায় সেকেন্দ্রাবাদ – আগরতলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। অল্পেতে রক্ষা পেলেন বি-ফাইভ শীততাপ নিয়ন্ত্রিত বগীর থাকা যাত্রীরা। ঘটনা ওড়িশার বেহেরামপুর স্টেশনের প্রথম প্লাটফর্মে। ঘটনায় কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্টেশনে দ্রুত দাঁড় করানো হয় ট্রেনটিকে।
আরপিএফ -এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যান্ত্রিক ত্রুটির কারণে বাতানুকুল কামরা থেকে ধোঁয়া বের হয় এদিন। রেল সূত্রে খবর ওড়িশার বেহেরামপুর স্টেশনে সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেসে ১টি কোচে আগুন দেখতে পান যাত্রীরা। তার পরই শুরু হয় ছোটাছুটি। উত্তর সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘‘এই ট্রেনটি দক্ষিণ-মধ্য রেলের। সেকেন্দরাবাদ থেকে আগরতলা যাচ্ছিল। ওড়িশার ব্রহ্মপুর স্টেশনের কাছে বি-৫ কামরায় ধোঁয়া দেখা যায়।
যাত্রীদের নামিয়ে কোচটি পরীক্ষা করা হয়।’’ পরে ট্রেনটি আবার গন্তব্যে রওনা দিয়েছে। হতাহতের কোনও খবর নেই। ঘটনার পর রেলের এক মহিলা যাত্রী অভিযোগের আঙ্গুল তুলে রেল কর্মীদের দিকে। প্রশ্ন তুলেন গেলে যান্ত্রিক কোনো গোলযোগ রয়েছে কিনা আগে লক্ষ্য করা হয়নি কেন। যদিও পরবর্তী সময় সবকিছু হতেই দেখা হয়। কিন্তু তারপরও মহিলা যাত্রীরা জানান এই ট্রেনে কিভাবে তারা রাত কাটাবে সে বিষয় নিয়ে তাদের মনে আতঙ্ক রয়েছে। রেলের এক আধিকারিক জানান রেলটি স্টেশনের প্রথম প্লাটফর্মে পৌঁছানোর পর যাত্রীদের চিৎকার শুনে স্টেশন মাস্টার, এবং আরপিএফ জুওয়ানরা ছুটে আসে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগায়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আতঙ্কের কোন কারণ নেই বলে জানান তিনি।