স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : বহিঃরাজ্যে পাচারের প্রাক মুহূর্তে আমবাসা থানার পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ শুকনো গাঁজা সহ একটি বহিঃরাজ্যের গাড়ি। ঘটনার বিবরণে জানা যায় আসাম-আগরতলা জাতীয় সড়কের কাঠালবাড়ি এলাকায় একটি কন্টেইনার গাড়ি সকাল থেকে দাঁড়ানো অবস্থায় ছিল। HR-38Y-2025 নাম্বারের গাড়িটি নজরে পরে পেট্রোলিং-এ থাকা পুলিশ কর্মীদের। এতে পুলিশ কর্মীদের সন্দেহ হয়।
সাথে সাথে এই বিষয়ে জানানো হয় আমবাসা থানার পুলিশকে। পরবর্তী সময় মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ গারিটিতে তল্লাসি চালানোর সময় দেখতে পায় একটি গোপন চেম্বার। পরবর্তী সময় কাটার মেশিন দিয়ে কন্টেইনার গাড়ির গোপন চেম্বার কাটা হয়।
সেই গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রাই। তিনি জানান ৫৪ টি প্যাকেটে ৮৯৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত গাজার বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা হবে। তিনি আরও জানান নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে বিশেষ অভিযান চালছে। সেই অভিযানের অঙ্গ হিসাবে প্রতিদিন চলছে নেশা বিরোধী অভিযান। তবে এইদিন পুলিশ গাঁজা সহ গাড়ি উদ্ধার করলেও কাউকে আটক করতে পারে নি।