স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : সোমবার মুক্তধারায় প্রধানমন্ত্রী ফ্ল্যাগশিপ স্কিম, স্বল্প সঞ্চয়, এন বি এফ এস স্কিম গুলি নিয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয়। ডাইরেক্টরেট অব ইন্সটিটিউশন্যাল ফিনান্সের উদ্যোগে এক দিনের এই কর্মশালার আয়োজন করা হয়। আধিকারিকরা বিভিন্ন স্কিম গুলির বিষয় তুলে ধরেন তাদের আলোচনায়। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।
আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী একদম অন্তিম পর্যায়ের মানুষ থেকে শুরু করে সকলকে কিভাবে অর্থনৈতিক ভাবে শক্তিশালি করা যায় বিভিন্ন রকম ভাবে উনার ৯ বছরের প্রধান মন্ত্রীত্বে অনেক কিছু করেছেন। চিটফান্ডের প্রসঙ্গ টেনে মন্ত্রী এদিন বলেন, লোভ বেশি হলেই মানুষ বিপদে পড়েন। অনেক সরকারি কর্মচারী এমনকি অনেকে স্বর্ণ বিক্রি করে টাকা নিয়ে রেখেছেন। স্বল্প সঞ্চয়ে ৩ হাজার এজেন্ট কাজ করছে। মন্ত্রী বলেন, যেখানে খালি আছে সেই বিষয়টি দেখা হবে।