Thursday, January 16, 2025
বাড়িরাজ্যলরি আটকে পুলিশ মারধোর করল চালককে

লরি আটকে পুলিশ মারধোর করল চালককে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : এস পি ও এবং পুলিশ কনস্টেলের কথা অনুযায়ী গাড়ি না থামানোর কারণে দূরপাল্লার লরি চালককে মারধর করার অভিযোগ। ঘটনা বড়মুড়া ইকোপার্কে সংলগ্ন এলাকায়। জানা যায়, পুলিশের কথা অনুযায়ী গাড়ি না থামানোর কারণে দূরপাল্লার লরি চালককে মারধর করার অভিযোগ।

 আক্রান্ত চালকের অভিযোগ, বহিঃরাজ্য থেকে কয়লা নিয়ে দুইটি দূরপাল্লার লরি তেলিয়ামুড়া হয়ে আগরতলার দিকে আসার সময় তেলিয়ামুড়া থানার এসপিও সুরজিৎ রুদ্রপাল এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে দুটি গাড়িকে দাঁড়ানোর জন্য বলেন। তারপর গাড়িটি না দাঁড়িয়ে চলে যাবার সময় বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় বাইকে চেপে এসে এসপিও জওয়ান এবং কনস্টেবল গাড়ি দুটির পথ আটকায়। এদিকে TR07-B-1808 নম্বরের গাড়ির চালক জুলাস মিঞার সঙ্গে পুলিশ কনস্টেবল যখন গাড়ি দাঁড় করিয়ে কথা বলছিলেন তখনই আচমকাই ওই এস.পি.ও জওয়ান সুরজিৎ রুদ্রপাল গাড়ির চালক জুলাস মিঞাকে মারধর শুরু করে বলে অভিযোগ।

 এতে গাড়ির চালকের কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে সুরজিৎ অপর আরেকটি দূরপাল্লার লরিটি দাঁড় করানোর জন্য গাড়িতে ঢিল ছোড়ে। এবং নগদ পাঁচশত টাকা দাবি করে বলে অভিযোগ। তবে এই তোল্লা আদায়ের অভিযোগ নতুন কোন বিষয় না, এভাবে মোটা কামাই করে চলেছে তেলিয়ামুড়া থানার কতিপয় পুলিশ কর্মীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য