স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : শুক্রবার দুপুরে সচিবালয়ের কনফারেন্স হলে রাজ্যের আটটি জেলার অন্তর্গত বিভিন্ন মহকুমার মহকুমা শাসক ও খাদ্য দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকের মূল উদ্দেশ্য গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা
। ভিডিও কনফারেন্সে উপস্থিত উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে তিনি বিভিন্ন খাদ্য সামগ্রীর মজুত সম্পর্কে বিস্তারিত অবগত হয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই খাদ্য দপ্তরের গুদাম গুলোতে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে মজুদ রাখার জন্য নির্দেশ প্রদান করেন। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজারগুলোতে সরজমিনে পর্যবেক্ষণ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। এই ভিডিও কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য ও জনসংভরণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা, উপ-অধিকর্তা অভিজিৎ বিশ্বাস, সুব্রত মজুমদার সহ বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ।