স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : গত রবিবার যখন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার হচ্ছেন কুস্তিগিররা। এক প্রতিবাদ আঁচড়ে পড়ছে রাজ্যে। তারই অঙ্গ হিসাবে অল ইন্ডিয়া ডি ওয়াই ও ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রাষ্টপতির উদ্দেশ্যে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের রাজ্য সভাপতি ভবতোষ দে জানান, আন্তর্জাতিক পদকজয়ী দেশের মহিলা কুস্তিগীরগণ রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি তথা লোকসভার সদস্য ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে দেশের সরকারের নিকট যৌন হেনস্থার অভিযোগ তুলে শাস্তির দাবি করেন। কিন্তু সরকার কোন কর্ণপাত না করায় কুস্তিগীরগণ দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছিল।
গত ২৮ মে নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন সকালে পুলিশ জোরপূর্বক মহিলা কুস্তিগীরদের গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে এফ আই আর দাখিল করে। পুলিশের এই বর্বতার বিরুদ্ধে এবং কুস্তিগীরদের বিরুদ্ধে দাখিল করা মামলা প্রত্যাহার ও ব্রিজভূষণ শরণ সিং -এর গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার অল ইন্ডিয়া ডি ওয়াই ও-দেশের প্রতিটি রাজ্য থেকে রাষ্ট্রপতি কাছে হস্তক্ষেপ চেয়ে জেলাশাসকের মারফত এক স্বারকলিপি প্রদানের কর্মসূচি গ্রহণ করে। তারই অঙ্গ হিসাবে সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয় বলে জানান তিনি। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ভবতোষ দে এবং সম্পাদক রতন সাহা সহ পাঁচ জনের এক প্রতিনিধিদল।