স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : খোয়াই চম্পাহাওর থানার একশ মিটার দূরে পরিত্যক্ত জায়গা থেকে একটি ভুয়ো নাম্বারের গাড়িতে উদ্ধার ১৩০ কেজি গাঁজা। জানা যায়, খোয়াই চম্পাহাওর থানা সংলগ্ন ভুয়ো নাম্বারের একটি মালবাহী গাড়ি থেকে ১৩০ কেজি গাঁজা সহ একাধিক ভুয়ো নাম্বার প্লেট উদ্ধার করে পুলিশ। গাড়ি থেকে ভুয়া অসমের রেজিস্টার তিনটি নাম্বার প্লেট উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে এই ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানান খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রশুন কান্তি মজুমদার। পুলিশের ধারণা গাঁজাগুলি পাচার করার সময় কোন কারণবশত চালক গাড়ি ফেলে চলে গেছে। তবে ঘটনার তদন্তক্রমে উঠে আসবে গাড়িটি কোথা থেকে কিভাবে গাঁজা পাচার করার চেষ্টা করেছে। এর পেছনে মূলত কারা জড়িত রয়েছে সে বিষয়টাও খতিয়ে দেখা হবে। তবে এই রহস্যজনক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।