স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক ২৯ মে ত্রিপুরা রাজ্যকে নতুন করে ১ লক্ষ ৩০ হাজার ৬৯৫ টি ঘরের অনুমোদন দিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা রাজ্যকে সবচেয়ে বেশি ঘরের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর।
বুধবার মহাকরনের সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে ইতিপূর্বে রাজ্যকে ২ লক্ষ ১ হাজার ঘরের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর। নতুন এবং পুরাতন মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৩১ হাজার ঘরের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান প্রকল্পে ত্রিপুরা রাজ্যকে ৮৭ হাজার ঘরের অনুমোদন দেওয়া হয়েছিল। তারমধ্যে ৫৩ হাজার ঘর ইতিমধ্যে নির্মাণ করা হয়ে গেছে। বাকি ৪৮ হাজার ঘরের নির্মাণ কাজ চলছে। লক্ষ্য আগামী ২০২৪ সালের মধ্যে প্রত্যেকের বাড়িতে পাকা ঘর থাকার জন্য।