Thursday, January 16, 2025
বাড়িরাজ্যঅসুস্থ ৩০ জন বি এস এফ জওয়ান

অসুস্থ ৩০ জন বি এস এফ জওয়ান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : ১৯৯ নম্বর বি এস এফ ব্যাটেলিয়নে অসুস্থ ৩০ জন জওয়ান। ঘটনা কৈলাসহরের লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত বি.এস.এফ ক্যাম্পে। এই ঘটনায় বি.এস.এফ -র উচ্চ পদস্থ আধিকারিক সহ স্থানীয় প্রশাসন সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মধ্যে তীব্র দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

জানা যায় মঙ্গলবার রাতের খাবার খাওয়ার পর থেকে লাটিয়াপুড়া ১৯৯ নম্বর ব্যাটেলিয়ন বি.এস.এফ  ক্যাম্পে প্রায় ৩০ জন বি.এস.এফ জওয়ান অসুস্থ হয়ে পড়ে। বুধবার ভোর ৫ টা থেকে জওয়ানরা কৈলাসহরের আর.জি.এম হাসপাতালে ভর্তি হতে থাকে। বর্তমানে আর.জি.এম হাসপাতালে ১৬ জন ও ঊনকোটি জেলা হাসপাতালে ৫ জন জওয়ান চিকিৎসাধীন।

ক্যাম্পের বাকী জওয়ানরা চিকিৎসার পর ক্যাম্পে রয়েছেন। অসুস্থ প্রত্যেক বি.এস.এফ জওয়ানের ম্যালেরিয়া এবং টাইফয়েড পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুজনের শরীরে টাইফয়েড পজিটিভ পাওয়া গিয়েছে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আধিকারিক চিকিৎসক ড: শঙ্খ শুভ্র দেবনাথ জানান, বুধবার ভোরবেলা থেকে পেট ব্যথা, মাথা ব্যথা নিয়ে বি.এস.এফ জওয়ানরা হাসপাতালে আসে। প্রাথমিকভাবে খাবারে অনিয়ম হয়েছে বলে ধরে নেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ফুড সেফটি অফিসার সহ অন্যান্য আধিকারিকরা বি.এস.এফ ক্যাম্পে গিয়ে নমুনা সংগ্রহ করে আনেন। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আধিকারিক জানান, বর্তমানে প্রত্যেকেই স্থিতিশীল রয়েছেন। জানা গেছে, লাটিয়াপুড়া ক্যাম্পে শতাধিক জওয়ান থাকে। তার মধ্যে এত সংখ্যায় জওয়ান একসাথে অসুস্থ হওয়ায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য