স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : বিশ্ব তামাক দিবসকে কেন্দ্র করে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে এক সচেতন মূলক মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, আইএলএস হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।
আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য জানান, তামাকের কারণে মানুষের ক্যান্সার, টিবি সহ বিভিন্ন জটিল রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এ বছর স্লোগান তুলেছে আমরা তামাক চাই না, খাদ্য চাই। এই শ্লোগানের মূল কারণ হলো যে এলাকার জুড়ে তামাক চাষ হয় সেখানে যদি খাদ্য চাষ হয় তাহলে সেটা বিশ্ববাসীর কাজে আসবে। কারণ বিশ্বে খাদ্যের অভাব রয়ে গেছে। তাই তামাক চাষ বন্ধ করে খাদ্য শস্য চাষ করে খাদ্যের অভাব বন্ধ করার আহ্বান জানিয়েছে ডাব্লুউ এইচ ও।