Saturday, July 27, 2024
বাড়িরাজ্যনিজ বিধানসভা এলাকার পরিদর্শন করলেন জিতেন

নিজ বিধানসভা এলাকার পরিদর্শন করলেন জিতেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : দীর্ঘ আড়াই মাস পর নিজ বিধানসভা কেন্দ্রের নির্বাচনোত্তর সন্ত্রাসে আক্রান্ত পরিবারদের খোঁজ নিতে গেলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এদিন তিনি পোয়াংবাড়ি, অম্লিঘাট সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলে ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের শ্রীনগর এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করে জানা যায় গত ২ মার্চ ভোটের ফলাফল বের হওয়ার পর সারা রাজ্যের মত এই বিধানসভা কেন্দ্রের সন্ত্রাস নেমে এসেছে। বহু মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছে এবং জমি নষ্ট করে দিয়েছে। আজ এইগুলি সরজমিনে দেখে পোয়াংবাড়ি ব্লকের বিডিও সাথে কথা বলা হয়েছে। দাবি করা হয়েছে এলাকায় ক্ষতিগ্রস্ত চাষীদের যাতে পুনরায় জল সেচের ব্যবস্থা করে দেওয়া হয়। তিনি আশ্বস্ত করেছেন বিষয়টি দেখবেন। আর লক্ষ্য করা গেছে বহু রাবার বাগানের শ্রমিককে কর্মচ্যুত করার চেষ্টা করছে শাসক দলের কর্মীরা। এই বিষয়ে কথা বলা হবে রাবার বোর্ডের সাথে। তিনি আরো বলেন, শাসক দলের দুর্বৃত্তদের এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রত্যক্ষ করছেন মানুষ সঙ্ঘবদ্ধ হয়ে আগামী দিনে প্রতিবাদ জানাতে প্রস্তুত হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য