Saturday, July 27, 2024
বাড়িরাজ্যরক্তদানে এগিয়ে আসতে আহ্বান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

রক্তদানে এগিয়ে আসতে আহ্বান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : মঙ্গলবার আগরতলা বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মিশনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি রক্তদান শিবির পরিদর্শন করে বলেন রক্তের কোন বিকল্প নেই।

 রক্তদান মানে জীবন দান। কারণ এই রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। তাই সকলকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রক্তদান শিবিরে তাছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজা সহ অন্যান্যরা। কথা বলেন রামকৃষ্ণ মিশনের কচিকাঁচাদের সাথে। আগামী দিনে তারাও সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে রক্তদান শিবিরের মত মহৎ কাজে এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য