Friday, April 26, 2024
বাড়িরাজ্যমুক্তি প্রকল্পের সূচনা করলেন হাইকোর্টের বিচারপতি

মুক্তি প্রকল্পের সূচনা করলেন হাইকোর্টের বিচারপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : মাদকের রমরমা রাজ্যে আসক্ত হয়ে পড়ছে বহু মানুষ। বিশেষ করে যুব সমাজ ও স্কুল পড়ুয়ারা। মাদক বর্তমানে রাজ্যে হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় মাদকের হুমকি নির্মূলের জন্য একটি প্রকল্প চালু করলো ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তি নামক এই প্রকল্পের সূচনা হয়।

এদিন ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের অফিসে চত্বরে হয় মুক্তি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। এর সূচনা করেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়, অরিন্দম লোধ, ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব দাতা মোহন জমাতিয়া সহ অন্যান্যরা। মুক্তি প্রকল্পের সূচনা করে প্রধান বিচারপতি ড্রাগস নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন এটি একটি ইউনিক প্রকল্প।চলতি  মাসের প্রথম দিকে পুলিশ নেশা সামগ্রী কত পরিমাণ বাজেয়াপ্ত করেছে সেই তথ্যও উঠে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য