স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : ত্রিপুরা রেল পরিষেবায় আরো এক নতুন পলকের সংযোজন হয় বুধবার। এদিন সকালে আগরতলা রেলস্টেশন থেকে কলকাতা পর্যন্ত চালু হয় আরো বিশেষ ট্রেন। এই ট্রেন পরিষেবার সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
তিনি সবুজ পতাকা নেড়ে পরিষেবার সূচনা করেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী আগরতলা থেকে কলকাতা পর্যন্ত আরো একটি বিশেষ ট্রেন চালু করেছেন। এতে শুধু ত্রিপুরাবাসী নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের মানুষের সুবিধা হবে। ট্রেনে ১০০ শতাংশ এসি -র ব্যবস্থা রয়েছে। এই ট্রেনের মধ্যে রয়েছে ১১ টি কোচ। মোট ৮৮০ জন যাত্রী ট্রেনটি দিয়ে যাতায়াত করতে পারবে।
যাত্রীভাড়া অন্যান্য ট্রেন থেকে ১০ শতাংশ কম রয়েছে। এবং এই বিশেষ ট্রেনের মধ্যে নানা অভিনব পরিষেবা রয়েছে। প্রতি বুধবার ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে কোচের সংখ্যাও আরো বৃদ্ধি করা হবে। মোট ২২ টি কোচ রাখা যাবে এই ট্রেনে। প্রধানমন্ত্রীর ৯ বছর পূর্তি উপলক্ষে রাজ্যবাসীর জন্য আজকের দিনে এই বিশেষ ট্রেন বড় প্রাপ্তি বলে জানান তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরো জানান ২০১৬ সাল থেকে ত্রিপুরা রাজ্যে দূরপাল্লার ট্রেনের সংখ্যা বেড়েছে। দেশে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ত্রিপুরা রাজ্য দেশের অন্যান্য রাজ্যকে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। আগামী দিনের ত্রিপুরাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে রাজ্যবাসীর কাছে সহযোগিতা চাইলেন প্রতিমা ভৌমিক।