Thursday, April 25, 2024
বাড়িরাজ্যফাঁদে আটকে গেছেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন : মানিক

ফাঁদে আটকে গেছেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে : তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ ফাঁদে আটকে গেছেন। জনজাতিদের সাংবিধানের দাবি পূরণের জন্য রাজ্যে ইন্টারলোকিউটর নিয়োগ করার মন্তব্যের ইস্যুতে এই মন্তব্য করলেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। তিপ্রাসাদের উন্নয়নে মথার দাবির সাংবিধানিক সমাধানের জন্য কেন্দ্র ইন্টারলোকিউটার নিয়োগ করবেন বলে জানান মথার চেয়ারম্যান।

সম্প্রতি  প্রদ্যোত কিশোর দেববর্মণ রাজ্যে এসে তারিখও ঘোষণা করে দেন। যদিও পরে আবার জানান এখনই আসছেন না অশান্ত মণিপুরের কারণে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক  সাহা সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানিয়েছিলেন উনার কাছে এ সম্পর্কে কোন খবর নেই। এই অবস্থায় রবিবার সাংবাদিকরা ইন্টারলোকিউটার নিয়ে পলিটব্যুরোর সদস্য মানিক সরকারকে প্রশ্ন করলে তিনি বলেন, প্রদ্যোত কিশোর দেববর্মণ ফাঁদে আটকে গেছেন। এর থেকে কি করে বের হবেন উনাকেই চিন্তা করতে হবে।তিনি বলেন, যারা এসব নিয়ে নারাচাড়া করছেন তারা নিজেদেরকে হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছেন। ছলচাতুরি করে বেশি দূর যাওয়া যায় না। একটা সময় যারা এগুলি করেন, মনে করেন কেল্লাফতে করবেন তারা একটা সময় ধরা পড়বেন। মানুষ তাদের ছেড়ে কথা বলবেন এটা মনে করার কোন কারণ নেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য