স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : ২০২৩ বিধানসভা নির্বাচনের লড়াইটা এ রাজ্যে কঠিন ছিল। কারণ সবকটি রাজনৈতিক দল এক জোট হওয়ার চেষ্টা করছে। এবং কিছু কিছু রাজনৈতিক দল জোট হয়েছেও। তাদের মিশন ছিল বিজেপিকে পরাস্ত করা। কিন্তু ভারতীয় জনতা পার্টির সংগঠন এতটাই মজবুত ছিল কাছে ভিড়তে পারে নি। তার জন্যই পুনরায় সরকারে প্রতিষ্ঠিত হয়েছে।
শুক্রবার আগরতলা টাউন হলে বিজেপি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে শক্তিকেন্দ্র বিস্তারক প্রশিক্ষণ ও বুথ স্বশক্তিকরণ অভিযানে বক্তব্য রেখে এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন অনেকে হতাশা হলেও দলের নেতৃত্বদের দৃঢ়তা ছিল কার্যকর্তাদের কঠোর পরিশ্রমে ফলে দ্বিতীয়বার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি এদিন সিপিআইএম এবং কংগ্রেসের সমালোচনা করে বলেন যারা ২৫ বছর বিরোধী ছিল তাদের সাথে জোট হয়ে লড়াই করেছে সিপিআইএম। এবং সিপিআইএমের বিরুদ্ধে আঙ্গুল তুলে তিনি বলেন, কমিউনিস্টের ঘাতক বাহিনী দীর্ঘ ২৫ বছর কংগ্রেসীদের উপর নির্মম অত্যাচার করেছে। এবং কমিউনিস্টের ঘাতক বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বহু কংগ্রেস কর্মী প্রাণ হারিয়েছে।
কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনা করে বলেন ১৯৮৮ থেকে দেখা গেছে কিভাবে মানুষের উপর অত্যাচার হয়েছে। আর এবার কংগ্রেস এবং কমিউনিস্ট জোট হয়ে লড়াই করেছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু মানুষ তাদের উচিত শিক্ষা দিয়েছে। মানুষ ভালো করে বুঝতে পেরেছে ত্রিপুরা রাজ্যে যদি কোন বিকল্প থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি পারে মানুষের উন্নয়ন করতে। মানুষের সেই আত্মবিশ্বাস থেকে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বার সরকার গড়েছে। সামনেই ২০২৪-র নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে বুথ স্বশক্তিকরনের অভিযান শুরু হয়েছে। দুর্বলতা গুলিকে চিহ্নিত করে শ্রী বৃদ্ধি করা হচ্ছে। সেই লক্ষ্যে সাতদিন ব্যাপী কার্যকর্তারা মানুষের কাছে যাবে এবং শক্তিশালী বুথ, শক্তিশালী সংগঠন নির্মাণ করার জন্য কাজ করবেন বলে জানান তিনি। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন, বিধায়ক কিশোর বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।