স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : দুই গাড়ির চাপায় মৃত্যু বাইক আরোহীর। গুরুতর আহত আরও ৩ জন। ঘটনা বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্পের সামনে পুষ্ককরবাড়ি এলাকায়। জানা যায় এদিন যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করতে যায় মোটর বাইক আরোহী। তখনই ঘটে বিপত্তি। বাসের সামনে ঢুকে যায় মোটর বাইক। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ইকো নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাসের সামনে ধাক্কা লাগে।
ঘটনায় বাইক আরোহী, ইকোর চালক সহ ৪ জন আহত হন। স্থানীয় লোকজন ছুটে এসে দমকল কর্মীদের খবর দেন। ঘটনাস্থলে ছুটে এসে আহতদের বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যান।কর্তব্যরত চিকিৎসক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গাড়ি সহ দুমড়ে মুচড়ে যাওয়া বাইক থানায় নিয়ে যান। নিহত বাইক চালকের নাম জিতেন কলই। বয়স ২১ বছর। বাড়ি অম্পি বৈশ্যমনি খামারবাড়ি এলাকায়। আহতদের বাড়ি বটতলী এলাকায়। তাদের নাম অঙ্কিতা দত্ত, বিকাশ দত্ত এবং রুবি দত্ত। আহতদের বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। এদিকে বিশ্রামগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনা গ্রস্থ বাইক সহ গাড়িগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং এই ব্যাপারে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।