Thursday, March 28, 2024
বাড়িখেলাবহির্রাজ্যের ছেলেমেয়েদের ত্রিপুরার নাম করে জাতীয় স্তরে খেলার সুযোগ দেওয়ার অভিযোগে বিক্ষোভ

বহির্রাজ্যের ছেলেমেয়েদের ত্রিপুরার নাম করে জাতীয় স্তরে খেলার সুযোগ দেওয়ার অভিযোগে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে :  ত্রিপুরা স্টেট অলিম্পিকের সচিব রূপক দেব রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে শুক্রবার ত্রিপুরা রাজ্যের হকির খেলোয়াড়রা বিক্ষোভের সামিল হয়। সচিবের বিরুদ্ধে অভিযোগ ত্রিপুরার নাম দিয়ে জাতীয় স্তরে ছিনিমিনি নিয়ে খেলছেন তিনি। এদিন রূপক দেব রায়ের ধলেশ্বর স্থিত বাড়ির সামনে বিক্ষোভ দেখায় সারা রাজ্যের হকির খেলোয়াড়রা।

অভিযোগ ত্রিপুরার ছেলেমেয়েদের বঞ্চিত করে অভিযুক্ত রূপক দেবরায় অর্থের বিনিময়ে বহির্রাজ্যের ছেলেমেয়েদের ত্রিপুরার নাম করে খেলার সুযোগ করে দিচ্ছে। সম্প্রতি হরিয়ানায় ত্রিপুরার নাম করে বহির্রাজ্যের ছেলেমেয়েদের খেলার সুযোগ করে দিয়েছে। এবং পরাজিত হয়েছে তারা। এতে করে একদিকে যেমন ত্রিপুরা সুনাম নষ্ট হচ্ছে অপরদিকে বঞ্চিত হচ্ছে ত্রিপুরার হকি খেলার সাথে জড়িত ছেলে মেয়েরা। এছাড়ো বিভিন্ন প্রক্রিয়ায় অভিযুক্ত রূপক দেবরায় তার পকেট ভারি করছে বলে অভিযোগ তুলেন বিক্ষোভ স্থলে নেতৃত্ব দেওয়া সুজিত ভৌমিক নামে এক ব্যক্তি। তিনি জানান দীর্ঘ কয়েক বছর ধরে এভাবে চলছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যে ক্রীড়া মন্ত্রী অভিযুক্তের বিরুদ্ধে যাতে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবি জানান তারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পূর্ব থানার পুলিশ। পুলিশের কাছে এদিন ছেলে মেয়েরা তাদের দাবি তুলে ধরে। পুলিশের আশ্বাস পেয়ে বিক্ষোভ প্রত্যাহার হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য